ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ২৩০ রানের বিশাল টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার মুম্বাইয়ের গুয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে হাশিম আমলা(৫৮), ডি কক(৫২) ও জেপি ডুমিনির(৫৪) ঝড়ো অর্ধশতকে ২২৯ রানের পাহাড় সমান স্কোর করে দক্ষিণ আফ্রিকা।
ইংল্যান্ডের পক্ষে এম এম আলি ২ উইকেট নেন।
প্রোটিয়াদের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন ডি কক ও হাশিম আমলা। প্রথম ওভার থেকে মাত্র দুই রান তোলেন তারা। এরপরই ডি কক ও আমলার ব্যাটে ঝড় উঠে।
পাওয়ার প্লে’র ছয় ওভারে আসে ৮৩ রান। দলীয় ৫০ পূর্ণ করতে দুই ওপেনার মাত্র ২৩ বল খরচ করেন। ২১ বলে অর্ধশতকের দেখা পান ডি কক। এর আগে ২৫ ম্যাচ ধরে কোনো অর্ধশতক ছিলোনা ২৩ বছর বয়সী এ বামহাতি ওপেনারের।
ইনিংসের অষ্টম ওভারের প্রথম বলে বিদায় নেন ২৪ বলে ৫২ রান করা ডি কক। মঈন আলীর বলে হেলসের হাতে ধরা পড়ার আগে তার ব্যাট থেকে ৭টি চারের পাশাপাশি মুম্বাইয়ের দর্শকরা দেখেছে তিনটি বিশাল ছক্কার মার।
No comments:
Post a Comment