বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮১ মিলিয়ন ডলার চুরির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ফিলিপাইনের রিজল কমার্শিয়াল ব্যাংকের (আরসিবিসি) শাখা ব্যবস্থাপক মাইয়া সানতোস দেগিতোসহ পাঁচ জনকে তলব করেছে দেশটির বিচার বিভাগ।
দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, অর্থ লোপাটের ঘটনা তদন্তে দায়িত্বপ্রাপ্ত সহকারি প্রসিকিউটর গিলমারি ফে পাকমার এই পাঁচ জনের নামে সমন জারি করেন।
আগামী ১২ ও ১৯ এপ্রিল প্রসিকিউটরের কার্যালয়ে শুনানিতে হাজির হয়ে আত্মপক্ষ সমর্থনে লিখিত বক্তব্য ও প্রমাণাদি জমা দিতে বলা হয়েছে ওই পাঁচ জনকে। সমন পাওয়া অন্যরা হলেন- মাইকেল ফ্রান্সিসকো ক্রুজ, জেসি ক্রিস্টোফার লাগ্রোসাস, আলফ্রেড সান্তোস ভারজারা ও এনরিকো তিয়োডোরো ভাসকুয়েজ।
এই ঘটনায় এর মধ্যেই ফিলিপিন্সের সিনেটে নির্বাহী অধিবেশনে শুনানি হয়েছে, যাতে দেগিতো জবানবন্দি দিয়েছেন।
গত মাসে সুইফট (সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন) মেসেজিং সিস্টেম ব্যবহার করে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিয়ইয়র্কে নির্দেশনা পাঠিয়ে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৮১ মিলিয়ন মার্কিন ডলার চুরি করা হয়। এই অর্থ আরসিবিসি ব্যাংকের চারটি অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। সেখান থেকে স্থানীয় মুদ্রা পেসোতে রূপান্তর করে ক্যাসিনো হয়ে পাচার হয়ে যায় ওই অর্থ।
No comments:
Post a Comment