আবহাওয়ার দফতরের আশঙ্কাই সত্যি হলো। কলকাতার ইডেন গার্ডেনে শুরু হয়েছে ঝোড়ো বৃষ্টি। এদিন সকাল থেকেই আকাশে মেঘ জমে ছিল। তাই প্রস্তুত ছিল ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)।
পিচের কভার তো সরানো হয়নি, আউটফিল্ডের কভার পর্যন্ত তোলা হয়নি বেশ কিছু জায়গায়। ৬৫ লক্ষ টাকা খরচ করে গ্রাউন্ড কভার আনা হয়েছে। ঝড়-বৃষ্টিতে যাতে সেই কভার সরে না যায় তার জন্য ৫০ জন গ্রাউন্ড স্টাফ কভারের দেখভাল করার জন্য মোতায়েন করা হয়েছে।
সিএবির দাবি, বৃষ্টি হলেও জল তাড়াতাড়ি শুকিয়ে ফেলার ব্যবস্থা রয়েছে। ইতিমধ্যেই গ্যালারিতে দর্শকরা আসতে শুরু করেছে। কিন্তু বৃষ্টি চলতে থাকলে ম্যাচ কখন শুরু হবে সে বিষয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ম্যাচ পরিত্যক্ত হলে, পয়েন্ট ভাগাভাগি করতে হবে দুই দলের।
No comments:
Post a Comment