Saturday, March 19, 2016
দ. আফ্রিকায় বাংলাদেশী যুবককে গুলি করে হত্যা
দক্ষিণ আফ্রিকায় ফখরুদ্দিন (৩০) নামের এক বাংলাদেশী যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে দেশটির ভেরিবার্গ শহরে এ ঘটনা ঘটে বলে নিহতের পরিবার নিশ্চিত করেছে। নিহত ফখরুদ্দিন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দরগা বাড়ির কারী এরফান সিদ্দিকের ছেলে। পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি ৫ম। তার এক ছেলে ও এক কন্যা রয়েছে। নিহতের ভাই তাজ উদ্দিন জানান, পরিবারে আর্থিক স্বচ্ছলতা আনতে ২০০৭ সালে ফখরুদ্দিন দক্ষিণ আফ্রিকায় যায়। পরে দেশটির ভেরিবার্গ শহরে নিজের একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। গত কয়েকদিন ধরে ফখরুদ্দিনের কাছে ওই দেশের কয়েকজন সন্ত্রাসী মোটা অংকের অর্থ চাঁদা দাবি করে আসছিল। তাদের দাবিকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এর জের ধরে শুক্রবার বিকেল ফখরুল ভেরিবার্গ শহর থেকে নিজ দোকানের জন্য মালামাল নিয়ে গাড়িযোগে ফেরার পথে সন্ত্রাসীরা তার গতিরোধ করে। এ সময় সন্ত্রাসীরা ফখরুদ্দিনকে গাড়ি থেকে নামিয়ে প্রথমে পায়ে, পরে বুকসহ শরীরের বিভিন্ন স্থানে কয়েক রাউন্ড গুলি করে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করে। ওই দিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ফখরুদ্দিনের মৃত্যু হয়।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment