Saturday, March 19, 2016
রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ৬১ আরোহীর সবাই নিহত
রাশিয়ায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের ৫৫ জন যাত্রী ও ৬ জন ত্রুসহ ৬১ আরোহীর সবাই নিহত হয়েছেন বলে আশংকা করা হচ্ছে। খবর বিবিসির। শনিবার স্থানীয় সময় রাত ৩টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় ৬টা ৫০ মিনিট) দক্ষিণ রাশিয়ার রসটভ-অন ডনে এ দুর্ঘটনা ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, রানওয়েতে অবতরণের সময় ফ্লাই দুবাইয়ের বোয়িং-৭৩৮ উড়োজাহাজটি ছিটকে পড়ে। পরে এতে আগুন ধরে যায়। এএফপি জানিয়েছে, উড়োজাহাজটিতে থাকা ৬১ জনের সবাই মারা গেছেন। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে ঝড়ো বাতাসসহ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনাস্থলে শতাধিক উদ্ধারকর্মী উদ্ধারকাজ চালাচ্ছেন। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে। বিমানটিতে আগুন লেগেছে না বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ দুর্ঘটনার পরও বিমান চলাচল বন্ধ হয়নি। অন্য ফ্লাইটগুলো কিছুটা বিলম্বের হলেও গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment