Social Icons

Friday, March 11, 2016

শসার ছবি এঁকে 'জঙ্গি' নজরদারিতে শিশু

চার বছরের শিশুটি নার্সারি ক্লাসে এঁকেছিল শসার (কিউকাম্বার) ছবি। কিন্তু ক্লাসের শিক্ষক ছবি সম্পর্কে শিশুটির কথা শুনে সেটিকে বোমার ছবি বলে ভুল করলেন। বিষয়টি জানানো হল পুলিশ আর সোশ্যাল সার্ভিসকে। এরপর এ নিয়ে রীতিমত হৈ চৈ। কিউকাম্বারের ছবি নিয়ে চার বছর বয়সী শিশুকে সন্দেহের ঘটনাটি ঘটে লন্ডন থেকে ৭০ কিলোমিটার উত্তরের বেডফোর্ডশায়ারে। খবর বিবিসির। ব্রিটেন ইসলামী জঙ্গিবাদের হুমকি মোকাবেলায় সরকারের গৃহীত কর্মসূচিতে এভাবে শিশুসহ নানা শ্রেণী-পেশার মানুষ প্রায়ই হেনস্থার শিকার হচ্ছ্নে। ব্রিটিশ সরকারের এই সন্ত্রাস প্রতিরোধ কর্মসূচির নাম 'প্রিভেন্ট'। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে যদি কেউ জঙ্গিবাদের দিকে ঝুঁকছে বলে আলামত পাওয়া যায়, তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবশ্যই বিষয়টি পুলিশ এবং সোশ্যাল সার্ভিসের নজরে আনতে হবে। কিন্তু সরকারের এই কর্মসূচির তীব্র সমালোচনা করছে শিক্ষকদের বিভিন্ন ইউনিয়ন। তারা বলছে, সরকারের এই নজরদারির নীতি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সন্দেহ আর অবিশ্বাস সৃষ্টি করছে। ছেলেটির মা জানিয়েছেন, নার্সারিতে তার আঁকা ছবির মধ্যে ছিল ভেঙে পড়া প্রাসাদ দূর্গ, গোলায় উড়ে যাওয়া প্রহরী এবং ছুরি দিয়ে শসা কাটার ছবি। নার্সারি শিক্ষক ছেলেটির কাছে জানতে চেয়েছিলেন তার আঁকা ছবি সম্পর্কে। ছেলেটি বলেছিল, সে 'কুকার বম্বের' ছবি এঁকেছে। আসলে শব্দটি হবে কিউকাম্বার। আতংকিত নার্সারি শিক্ষক বিষয়টি সরকারের জঙ্গিবাদ নিরোধ কর্মসূচি 'চ্যানেল'কে জানাতে চেয়েছিলেন। কিন্তু ছেলেটির মা-বাবার তীব্র আপত্তির মুখে তারা নিরস্ত হন। ছেলেটির মা জানান, তার ছেলে কিউকাম্বারকে বলে কুকারবম্ব। সেটাকেই নার্সারি শিক্ষক বোমা বলে ভুল করেছেন। তারপরও পুলিশ এবং সোশ্যাল ওয়ার্কারদের এক কমিটির কাছে এই বিষয়টি জানানো হয়েছিল। যদিও সেখানে এটির নিষ্পত্তি হয়ে গেছে। শিক্ষকদের ইউনিয়নগুলো বলছে, সরকার যেহেতু সন্দেহজনক যে কোনো কিছু কর্তৃপক্ষের গোচরে আনা বাধ্যতামূলক করেছে, তাই শিক্ষকরা অনেক সময়েই সংশয়ে ভোগেন তাদের কী করা উচিত। ২০১২ সালের জানুয়ারি থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত ব্রিটেনে ১৫ বছরের কম বয়সী প্রায় ২ হাজার শিশু-কিশোরকে এ রকম সন্দেহজনক বলে রিপোর্ট করা হয়েছে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates