Social Icons

Friday, March 11, 2016

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগ

আয়ারল্যান্ডের পার্লামেন্ট ড্যালিল নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের ব্যাপারে একমত হতে না পারায় পদত্যাগ করেছেন বর্তমান প্রধানমন্ত্রী এন্ডা কেনি। খবর: বিবিসি ও দ্যা গার্ডিয়ানে'র। গত বৃহস্পতিবার আইরিশ পার্লামেন্টের নিম্নকক্ষ 'ডেইল আইরিয়ান'- এ প্রধানমন্ত্রী পদে কেনিসহ আরও তিন জন প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু, তাদের কেউই নির্বাচিত হতে পারেননি। এরপরই দেশটির প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিন্সের সরকারি বাসভবনে গিয়ে তার কাছে পদত্যাগপত্র জমা দেন কেনি। তবে ভবিষ্যত সরকার নির্বাচনের অনিশ্চিয়তার মধ্যে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত কেনির মন্ত্রিসভা দায়িত্ব পালন করে যাবে। আগামী ১৭ মার্চ সেইন্ট পেট্রিক দিবসে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে এবং পরের সপ্তাহে ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের বৈঠকে আয়ারল্যান্ডের প্রতিনিধিত্ব করবেন কেনি। আগামী ২২ মার্চ ডেইল আইরিয়ানে ফের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভোট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার নতুন প্রধানমন্ত্রী পদের জন্য এন্ডা কেনি ছাড়াও ফিয়ানা ফেইলস দলের মাইকেল মার্টিন, সিন ফেইন দলেন গ্যারি অ্যাডামস এবং পিপল অ্যাগেইনস্ট প্রোফিটের রিচার্ড বয়ড ব্যারেট প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে তারা কেউই প্রয়োজনীয় সংখ্যক ভোট পাননি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates