Friday, March 11, 2016
আইএস মোকাবেলায় আরো সৈন্য পাঠাচ্ছে ব্রিটেন
ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি মোকাবেলার অংশ হিসেবে ইরাকের সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ জোরদার করতে ব্রিটেন আরও সৈন্য পাঠাচ্ছে। ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালোন শনিবার বলেন, ইরাকে সেখানকার সৈন্যদের প্রশিক্ষণ প্রদান ও সেতু নির্মাণ করার জন্য ৩০জন সৈন্য পাঠানো হবে। খবর এএফপির। দলটিতে বিশেষজ্ঞ চিকিৎসা কর্মীরাও থাকবেন। ওই ৩০ জনকে নিয়ে ইরাকে দেশটির সৈন্যদের প্রশিক্ষণে ব্রিটিশ সৈন্যদের মোট সংখ্যা দাঁড়াবে ৩শ’ জনে। অতিরিক্ত এই ৩০ সৈন্যকে বাগদাদের বাইরে বিসমায়াহ ও তাজি শিবিরে প্রশিক্ষণের জন্য মোতায়েন করা হয়েছে।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment