যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী টেড ক্রুজ উইয়োমিংয়ে ও মার্কো রুবিও ওয়াশিংটন ডিসিতে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেছেন।
পশ্চিমাঞ্চলীয় রাজ্যটিতে টেক্সাসের সিনেটর ক্রুজ ৬৬.৩ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও ১৯.৫ শতাংশ পেয়ে দ্বিতীয় এবং মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা ট্রাম্প মাত্র ৭.২ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
ওয়াশিংটন ডিসিতে রুবিও ৩৭.৩ শতাংশ ভোট পেয়ে জয় পেয়েছেন। আর ১৩.৮ শতাংশ ভোট নিয়ে তৃতীয় হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
তবে মঙ্গলবার রয়েছে বড়ো ধরনের চমক। ওইদিন অপেক্ষাকৃত ধনী রাজ্য ফ্লোরিডা, ইলিনয়, নর্থ ক্যারোলাইনা ও ওহাইওতো দলীয় প্রাইমারি অনুষ্ঠিত হবে। সূত্র: এএফপি
No comments:
Post a Comment