গত বছর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে বিশ্বকাপ থেকে ধারাবাহিক পারফর্মেন্স করছেন মাশরাফিরা। বিশ্বকাপে ইংল্যান্ডকে বিদায় করার পর থেকে টাইগাররা আলোচনায়।
এরপর ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে। ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতেছে সিরিজ।
এক সময়ে যে জিম্বাবুয়ে বাংলাদেশকে পাত্তা দিতে চাইতো না, তারাও এখন খেলতে নামলেই হেরে বসছে।
এই বদলের যাওয়ার নেপথ্যে কাজটা করে যাচ্ছেন অনেকে। তবে বাংলাদেশ ক্রিকেটের এই রূপান্তরের প্রক্রিয়ায় সবচেয়ে বড় নাম মাশরাফি। তাকে দায়িত্বে আনা বাংলাদেশ ক্রিকেটের টার্নিং পয়েন্ট।
ওমানকে হারিয়ে টি ২০ বিশ্বকাপের সুপার টেনে ওঠার পর সেই মাশরাফি জানালেন, মাত্র একটি সিদ্ধান্তে বদলে গেছে বাংলাদেশের ক্রিকেট।
ম্যাচ শেষে তিনি বলেন, 'এখন আমাদের চোখ পরবর্তী চারটি বড় ম্যাচে। টানা তিন ম্যাচে রান পাওয়ায় তামিমকে ধন্যবাদ।'
এরপরই নড়াইল এক্সপ্রেস জানালেন, 'আমরা ভয়ডরহীন ক্রিকেট খেলব, এটাই ছিল সবচেয়ে বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তে কোচরা আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছে।'
মাশরাফি বলেন, 'যদি আপনি পারফর্ম করতে চান, অবশ্যই আপনাকে ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে।'
তামিম বলেন, 'সুপার টেন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে পাকিস্তানের ম্যাচ। আমি আশা করছি, এই ফর্ম ধরে রাখতে পারব।'
তিনি বলেন, 'শেষ পর্যন্ত টি ২০-তে শতক পেয়েছি। ফর্মের পেছনে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছিল গুরুত্পূর্ণ। কারণ সেখানে আমি অনেক ভালো খেলোয়াড়ের বিপক্ষে খেলেছি।'
এরপরই তামিমের হুঁশিয়ারি, 'আমরা আমাদের প্রত্যাশা মত খেলতে পারলে যে কোনো কিছুই ঘটতে পারে।'
No comments:
Post a Comment