Thursday, March 10, 2016
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলার বিরুদ্ধে অভিযোগ গঠন
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার (৭০) বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ গঠন করেছেন দেশটির প্রসিকিউটররা। তবে অর্থ আত্মসাতের এ অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে এসেছেন লুলা। তার মতে, রাজনৈতিকভাবে তাকে হেয় করতেই এভাবে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। ব্রাজিলের রাষ্ট্রীয় পেট্রোলিয়াম প্রতিষ্ঠান পেট্রোবাসের অর্থ কেলেঙ্কারির তদন্ত করতে গিয়ে লুলার বিষয়টি উঠে আসে। এরপর থেকেই গুয়ারুজায় সমুদ্র তীরবর্তী বিলাসবহুল পেন্টহাউজের ব্যাপারে প্রশ্নের মুখোমুখি হচ্ছেন তিনি ও তার স্ত্রী ম্যারিসা লেটিসিয়া। এর আগে সাও পাওলো’র প্রসিকিউটররা ১৬ ব্যক্তির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ গঠন করেন। সে তালিকায় লুলার ছেলেও আছেন। তবে এ অভিযোগের পরিপ্রেক্ষিতে এখনই কোনো পদক্ষেপ নেবে না দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। প্রসিকিউটরদের গঠন করা অভিযোগের ব্যাপারে প্রথমে শুনানি হবে। তারপর আদালত তা গ্রহণ করবেন কি না, সে ব্যাপারে রায় জানাবেন বিচারক। তবে বরাবরই অভিযোগ প্রত্যাখ্যান করলেও গত ৪ মার্চ লুলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
Labels:
আন্তর্জাতিক,
ব্রাজিল
Subscribe to:
Post Comments (Atom)


good news
ReplyDelete