Social Icons

Wednesday, March 2, 2016

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ইন্দোনেশিয়া পশ্চিম অঞ্চল উপকূলে রিখটার স্কেলে ৭.৯ মাত্রার বড় ভূমিকম্প আঘাত হেনেছে। শক্তিশালী এই ভূমিকম্পের পর দেশটিতে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। খবর বিবিসির।
স্থানীয় সময় সন্ধা ৭টা ৪৯মিনিটে এই ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুমাত্রা প্রদেশের রাজধানী পাডাং এর ৮০৮ কিলোমিটার দক্ষিণপশ্চিমে মাটির ১০ কিলোমিটার গভীরে। হতাহতের খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। দেশটির কর্মকর্তারা পশ্চিম সুমাত্রায়, উত্তর সুমাত্রা এবং আচেহ অঞ্চলে সুনামির সতর্কতা জারি করেছে। এছাড়াও অস্ট্রেলিয়ার কোকস ও ক্রিসমাস দ্বীপেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, লোকজনদের সরিয়ে নেওয়ার প্রয়োজন নেই আপাতত। তবে সবাইকে পানি রয়েছে এমন স্থান থেকে সরে যেতে বলা হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইন্দোনেশিয়ায় সুমাত্রার রাজধানী পাডাং থেকেও ভূমিকম্পটি ব্যাপকভাবে অনুভূত হয়। স্থানীয় জনগণদের বহুতল ভবন থেকে দ্রুত নামতে দেখা গেছে। আতঙ্কের কারণে রাস্তায় গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছিল।


No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates