Social Icons

Wednesday, March 2, 2016

হিজবু্ল্লাহ জঙ্গি, ঘোষণা ৬ আরব দেশের

লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীকে জঙ্গি ঘোষণা করল উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য ৬ আরব দেশ। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের মদতদাতা শিয়াপন্থী হিজবুল্লা গোষ্ঠী অনেকদিন ধরেই সুন্নি দেশেদের ওই পরিষদের চক্ষুশূল ছিল। বাহরিন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমীরশাহী এই জোটের সদস্য। এর আগে একাধিকবার হিজবুল্লার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে পরিষদ। দেড় সপ্তাহ আগেই লেবাননের নিরাপত্তা বাহিনীর জন্য বরাদ্দ অর্থসাহায্য থেকে ৪০০ কোটি ডলার কমানোর কথা তারা ঘোষণা করেছিল। হিজবুল্লাকে জঙ্গি ঘোষণা করার পর লেবাননে থাকা নিজেদের নাগরিকদের দেশে ফিরে আসা বা অন্যত্র চলে যাওয়ার পরামর্শ দিয়েছে উপসাগরীয় পরিষদ। লেবাননে বেড়াতে বা কাজে যেতেও নিষেধ করা হয়েছে। পরিষদের মহাসচিব জেনারেল আবদুল্লাতিফ আল-‌জায়ানি এক বিবৃতিতে জানিয়েছেন, উপসাগরীয় দেশগুলির সঙ্গে শত্রুতার জন্য হিজবুল্লাকে জঙ্গি গোষ্ঠী হিসেবে ঘোষণা করা হল। তাদের ছয় দেশের মাটিতে নাশকতামূলক কাজকর্ম চালাচ্ছিল তারা। এর আগে ২০১৩ সালে সিরিয়া সরকারের সঙ্গে হাত মেলানো এবং বাহরিনে জঙ্গিপনার অভিযোগে হিজবুল্লাকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। সূত্রের খবর, হিজবুল্লাকে নিয়ন্ত্রণ করতে না পারলে লেবাননের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে রিয়াধ। অন্যদিকে, লেবাননের বিরুদ্ধে চক্রান্তের জন্য সৌদি আরবকে একহাত নেন হিজবুল্লার মহাসচিব হাসান নাসরাল্লাহ। বলেন, ‘‌আমাদের মুখ বন্ধ করার জন্য গোটা লেবাননের উপর চাপ সৃষ্টি করছে আরব। কিন্তু ইয়েমেন এবং অন্যান্য দেশের সঙ্গে সৌদিরা যে অন্যায় করে চলেছে, তার বিরুদ্ধে আমরা লড়াই জারি রাখব।’‌ শুধুমাত্র একটি রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে বলে কোন অধিকারে সৌদি আরব, আমিরশাহি এবং বাকিরা লেবাননকে শাস্তি দিচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ‌‌‌- সূত্র : আজকাল - 

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates