ইতালির আল্পস পর্বতমালায় তুষারধসের কারণে স্কি করতে যাওয়া ছয়জনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত ৮জনকে উদ্ধার করলেও আরো কয়েকজন নিখোঁজ হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর সিএনএনের।
ইতালির বোলজানো শহর থেকে ৭০ কিলোমিটার দূরে অস্ট্রিয়া সীমান্তের কাছে এ দুর্ঘটনা ঘটে।
ইতালির সাউথ তিরোলের আর্নতালে আল্পস পর্বতমালার মন্টি নেভেসো শৃঙ্ঘের অংশে প্রায় নয় হাজার ৮০০ ফুট উচ্চতায় ধসের সূত্রপাত ঘটে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ভুক্তভোগীদের উদ্ধারে তিনটি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্কি করতে যাওয়া অনেকেই তুষারে চাপা পড়েন। এদের মধ্যে ইতালিসহ বিভিন্ন দেশের মানুষ রয়েছেন। উদ্ধারকৃতদের অনেককেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
উদ্ধারকারী দলের প্রধান রাফায়েল কোস্টনার বলেন, পর্বতমালার বেশি উচ্চতা থেকে ধস নামায় উদ্ধারকাজে জটিলতা সৃষ্টি হয়েছে।
Monday, March 14, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment