উত্তর কোরিয়ায় অট্টো ওয়ার্মবিয়ার (২১) নামে যুক্তরাষ্ট্রের এক ছাত্রকে ১৫ বছরের শ্রমদণ্ড দেয়া হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়েছে। গত জানুয়ারিতে উত্তর কোরিয়া ভ্রমণ করার সময় হোটেল থেকে একটি 'প্রোপাগান্ডা সাইন' চুরির চেষ্টা করার অভিযোগে ওয়ার্মবিয়ারকে গ্রেফতার করেছিল পুলিশ।
দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেলে চুরির চেষ্টার কথা স্বীকার করেছেন ওয়ার্মবিয়ার। চার্চের সঙ্গে সংশ্লিষ্ট একটি গ্রুপ তাকে উত্তর কোরিয়া ভ্রমণের স্মৃতি হিসেবে কিছু নিয়ে দেশে ফিরতে বলেছিল।
বিদেশি নাগরিকদের গ্রেফতার করে সংশ্লিষ্ট দেশের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টি করার ইতিহাস রয়েছে উত্তর কোরিয়ার। দক্ষিণ কোরিয়া থেকে বিবিসির সংবাদদাতা জানিয়েছেন, দেশটিতে এর আগে বিদেশি নাগরিকদের যে ধরনের সাজা দেয়া হয়েছে এবারের ১৫ বছরের শ্রমদণ্ড তার তুলনায় অনেক বেশি। দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা এই রায়ের পেছনে ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। সূত্র: বিবিসি
No comments:
Post a Comment