দক্ষিণ আটলান্টিক মহাসাগরে চীনের একটি জেলে নৌকাকে গুলি করে ডুবিয়ে দিয়েছে আর্জেন্টিনার কোস্ট গার্ড। আর্জেন্টিনার দাবি, তাদের জলসীমায় অবৈধভাবে মাছ ধরছিল চীনের নৌকাটি।
আটলান্টিকের দক্ষিণে মাছ শিকারকারী নৌকাগুলোকে প্রায়ই কোস্টগার্ড ধাওয়া করে থাকে। অবৈধ এসব জেলেকে অনেক সময় সপ্তাহের পর সপ্তাহ ধাওয়া করার ঘটনা ঘটে। তবে নৌকা ডুবিয়ে দেয়ার ঘটনা সচরাচর ঘটে না।
কোস্ট গার্ড জানায়, চীনের নৌকা লু ইয়ান ইউয়ান ইউ ০১০ আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলে বিনা অনুমতিতে মাছ ধরছিল। এরপর নৌকাটিকে স্প্যানিশ ও ইংরেজি ভাষায় মাছ ধরা বন্ধ করার নির্দেশ দিলে তারা তা প্রত্যাখ্যান করে আলো নিভিয়ে দেয় এবং আন্তর্জাতিক জলসীমায় পালানোর চেষ্টা করে।
কোস্ট গার্ডের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের মাছ সম্পদ রক্ষায় এবং চীনা নৌকাটি আমাদের অনুরোধ প্রত্যাখ্যান করায় আমরা সতর্কতামূলক গুলি ছুঁড়ি।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, এরপর নৌকাটি কোস্ট গার্ডের একটি টহল নৌযান ধাক্কা দেয়ার চেষ্টা করলে গুলি চালানোর নির্দেশ দেয়া হয়। এতে ওই নৌকার ক্ষতি হয়। নৌকাটির ক্যাপ্টেনকে পুলিশের হাতে তুলে দেয়ার কথাও জানিয়েছে কোস্ট গার্ড। চীনের নৌকাটি থেকে ৩২ জনকে উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আর্জেন্টিনাকে অবিলম্বে এ ঘটনার তদন্ত করে তা চীনের কাছে হস্তান্তরের আহবান জানিয়েছে বেইজিং। সূত্র: এএফপি
No comments:
Post a Comment