উত্তর কোরিয়ায় কৃত্রিম ভূমিকম্পের ঘটনা সনাক্ত করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন সম্ভবত বিস্ফোরণের কারণে ভূমিকম্প হয়েছে সেখানে। রাজধানী পিয়ংইয়ং থেকে ৩৪ কিলোমিটার দূরে স্থানীয় সময় সাড়ে ১২টায় এই ভূমিকম্প রেকর্ড করা হয়। রিখটারস্কেলে এর মাত্রা ছিল ২.২।
গত জানুয়ারি মাসে পরীক্ষামূলক পারমাণবিক বোমা বিস্ফোরণের সময় এবারের চেয়ে অপেক্ষাকৃত শক্তিশালী ভূমিকম্প সৃষ্টি হয়েছিল। তবে কর্মকর্তারা বলছেন এই ভূমিকম্পটি সম্ভবত পারমাণবিক বোমা বিস্ফোরণের কারণে হয়নি।
একজন আবহাওয়া কর্মকর্তাকে উদ্ধৃত করে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়ানহপ জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ও তীব্রতা বিবেচনা করে মনে হচ্ছে পারমাণবিক বোমার কারণে এটি হয়নি। মাটির এক কিলোমিটার গভীরে অন্য কোন বিস্ফোরণে এটি সৃষ্টি হয়ে থাকতে পারে।
দেশটির ওপর জাতিসংঘ এযাবৎ সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞার পর গত মঙ্গলবার ফের পারমাণবিক বোমা পরীক্ষা করার ঘোষণা দেয় দেশটি। গত সোমবারও ৩.৩ মাত্রার ভূমিকম্প হয়েছিল দক্ষিণ কোরিয়ায়। তবে সেটি প্রাকৃতিক কারণে ঘটেছিল। সূত্র: বিবিসি
No comments:
Post a Comment