প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'যে অশুভ শক্তি '৭১-এ পরাজিত হয়েছিল, তারাই '৭৫-এ সপরিবারে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করেছে।' বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় শিশু-কিশোর সমাবেশে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এদেশের মানুষ বাংলাদেশ ও ভূ-খণ্ড পেত না। সাধারণ মানুষ যারা একবেলা পেট ভরে খেতে পারেন না তাদের জন্য বঙ্গবন্ধু সারাজীবন সংগ্রাম করেছেন। গরিবের প্রতি যে ভালোবাসা, মানুষের প্রতি যে ভালোবাসা তা ছোটবেলা থেকেই ছিল বঙ্গবন্ধুর।'
প্রধানমন্ত্রী বলেন, 'বঙ্গবন্ধুকে বারবার জেলে যেতে হয়েছে। লক্ষ্য থেকে তিনি সামনে এগিয়ে গেছেন। ছোটবেলা থেকে তার মাঝে তা লক্ষ্য করা গেছে। তিনি গায়ের চাদর অন্যদের দিয়ে দিতেন। বই দিয়ে দিতেন।'
এর আগে সকাল সোয়া ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
No comments:
Post a Comment