স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 'সকল ভয় ভীতি ও রক্ত চক্ষুকে উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন।'
মন্ত্রী বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বঙ্গবন্ধুর জন্ম দিন উপলক্ষে বঙ্গমাতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।
শেখ হাসিনার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে বলেই উন্নয়নের কাজ তিনি করতে পারছেন। বঙ্গবন্ধু যেমন অন্যায়ের কাছে মাথা নত করেননি, ঠিক তেমনি প্রধানমন্ত্রী কারো কাছে মাথা নত করেননি বলে তিনি মন্তব্য করেছেন।
প্রেসক্লাবে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, 'বঙ্গবন্ধু মালয়েশিয়ার মাহাথিরকেও ছাড়িয়ে গেছেন। বঙ্গবন্ধু না জন্মালে বাংলাদেশ প্রতিষ্ঠার কথা চিন্তা করা যায়না।'
১৯৭১ সালের ৭ মার্চের পূর্বে অনেকে বঙ্গবন্ধুকে পরামর্শ ও চিরকূট দিতেন। বঙ্গবন্ধুর স্ত্রী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা তাই দেখে বঙ্গবন্ধুকে বলেছিলেন 'তোমার চিন্তা মননে যা আসে তাই বলবা' বঙ্গবন্ধু ৭ মার্চ তার ভাষণে যা বলেছেন মনন ও তার চিন্তা দিয়ে। কারো কথায় তিনি কান দিতেন না। বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণে যুদ্ধের কথা, স্বাধীনতার কথা, গেরিলা যুদ্ধের কথা সব কিছু বলে গেছেন । এই কথা তিনি আলোচনা সভায় উল্লেখ করেন।
No comments:
Post a Comment