Friday, October 21, 2016
কি বলেছিলেন ব্রাজিলে বাংলাদেশী ছায়া রাষ্ট্রদূত -মেহজাবিন খান
মেয়েদের সচেতনতা নিয়ে অনেক কথা বলা হচ্ছে। কিন্তু সেভাবে উদ্যোগ নেয়া হচ্ছে না। তরুণ-তরুণীদের আরও উদ্যোগী হতে হবে। তাদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। বললেন ব্রাজিল দূতাবাসের ছায়া রাষ্ট্রদূত মেহজাবিন খান।
আন্তর্জাতিক পরিমণ্ডলে রাজনীতি, উন্নয়ন, ব্যবসা ইত্যাদির মাধ্যমে নেতৃত্ব প্রদানে শিক্ষাগ্রহণ করে সেবামূলক কাজে অংশ নেয়ার এই কর্মসূচিকে বেগবান করতে ব্রাজিল দূতাবাস মেহজাবিন খানকে ৩০ মার্চ একদিনের জন্য ছায়া রাষ্ট্রদূত মনোনীত করে। এ প্রসঙ্গে মেহজাবিন খান বলেন, ব্রাজিল দূতাবাসের রাষ্ট্রদূত ওয়ানজা কেমপোস দা নবরেগা আমাকে আমন্ত্রণ জানান। তিনি আমাকে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন ছায়া রাষ্ট্রদূত হিসেবে। এরপর তিনি আমাকে নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি এও বলেন, এটি করতে নারী-পুরুষ উভয়কে মিলেই করতে হবে। তিনি আমাকে ঢাকা চেম্বার অব কমার্স আয়োজিত ব্রাজিল ও বাংলাদেশের ট্রেড বিষয়ক একটি সভায় নিয়ে যান। ব্রাজিল দূতাবাসের একজন সদস্য হিসেবে এই সভায় আমি অংশ নেই। এর ফলে অন্য দূতাবাসের সদস্যদের সঙ্গে কথা বলার সুযোগ পাই। এ ছাড়া কিভাবে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন করা যায়, কূটনীতিকরা প্রতিদিন কিভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করে কাজ করেন এ ধারণাও জন্মে। যা আমাকে খুব আনন্দ দেয়।
মেহজাবিন ঢাকার একাডেমিয়া থেকে এ’লেভেল করছেন। এ’লেভেল সম্পন্ন করে তিনি একটি সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক। তিনি বিতর্ক প্রতিযোগিতা, কমিউনিটি সেবামূলক কাজেও অংশ নিয়েছেন। ছেলেবেলা থেকেই তিনি স্বপ্ন দেখে আসছেন প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করে দেশের উন্নয়নমূলক কাজে অংশ নিবেন।
এ প্রসঙ্গে মেহজাবিন খান বলেন, নারীর ক্ষমতায়নে এটি একটি দৃষ্টান্ত। দলগতভাবে কাজ করলে যে কোনো কাজে সাফল্য আসবেই। নারীর অধিকার, নারীর ক্ষমতায়নে সমাজের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে দলগতভাবে কাজ করতে হবে।
Labels:
আন্তর্জাতিক,
ব্রাজিল,
লাতিন আমেরিকা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment