চীনের পূর্বাঞ্চলে কয়েকটি বহুতল ভবন ধসে ২২ জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৬ জনকে। এই ৬ জনের মধ্যে আছে বছর তিনেকের একটি মেয়ে, যাকে তার বাবা আলিঙ্গনের ভঙ্গিতে পুরো শরীর দিয়ে ঢেকে রেখেছিলেন বলেই সে প্রাণে বেঁচেছে।
উদ্ধারকর্মীরা ওই বহুতল ভবনগুলোর ভাঙা পাথর সরাতে গিয়ে একটি ভবনের ধ্বংসাবশেষে সন্ধান পান ওই বাবা ও মেয়ের। ভবনগুলোর ধ্বংসাবশেষের অনেক গভীরে পাওয়া গেছে তাদের।
বাবার শেষ আলিঙ্গনে বেঁচে যাওয়া ওই মেয়ের নাম উই নাংক্সি। চারটি ছয়তলা ভবন ধসে পরলেও মেয়েটির শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ওই বাবার বয়স ২৬। কোনো এক জুতা তৈরির ফ্যাক্টরিতে কাজ করতেন তিনি। ভাড়া কম হওয়ায় মেয়ে ও বউকে নিয়ে ওই বহুতলগুলোর একটি বাসায় থাকতেন। ভবনগুলো ধসে পরলে বউয়ের সাথে মারা যান ওই বাবাও। তবে মরার আগে মেয়েকে রক্ষা করতে একটি বড় পিলারের কাছে অবস্থান নেন তিনি। তারপর নিজের শরীর দিয়ে ঢেকে ফেলেন মেয়েটিকে।


No comments:
Post a Comment