রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার পূর্বনির্ধারিত ফ্রান্স সফর বাতিল করেছেন। সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) লক্ষ্যবস্তুতে ফ্রান্সের বিমান হামলা ও এ থেকে সৃষ্ট টানাপড়েনের মধ্যেই সফর স্থগিত করলেন পুতিন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটে যোগ দিয়ে সিরিয়া যুদ্ধের ময়দানে নেমেছে ফ্রান্স।
কথা ছিল, এ মাসের শেষ দিকে ফ্রান্সে যাবেন পুতিন। সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদের সঙ্গে বৈঠক ও একটি চার্চ উদ্বোধন করার কথা ছিল তার। তবে এই শীর্ষ বৈঠকটি শুধুমাত্র সিরিয়া ইস্যু নিয়েই সীমাবদ্ধ থাকবে ফ্রান্সের তরফ থেকে এমন কথা জানানোর পর সফর স্থগিত করলেন পুতিন।
গত সোমবার ফরাসী প্রেসিডেন্ট ওঁলাদ জানান, আলেপ্পোয় বিমান হামলার জন্য রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হতে পারে। এর আগে ফরাসী কর্মকর্তারা মস্কোকে জানায় পুরো সফরের মধ্যে শুধুমাত্র ১৯ অক্টোবর পুতিনকে সময় দিবেন ওঁলাদ। এ নিয়ে সৃষ্ট কূটনৈতিক টানাপড়েনের মধ্যেই ক্রেমলিনের একটি সূত্র রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়ে দেয়, পূর্বনির্ধারিত এই সফরে যাচ্ছেন না পুতিন। সূত্র: বিবিসি


No comments:
Post a Comment