Social Icons

Wednesday, October 5, 2016

ব্যাট হাতে অনুজ্জ্বল আশরাফুল

বল হাতে ৪ উইকেট নেয়ার পর ব্যাট হাতে ২৬ রান করলেন ফিক্সিং কেলেঙ্কারির শাস্তি শেষে ফেরা মোহাম্মদ আশরাফুল। জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগের বিপক্ষে ঢাকা মেট্রোর হয়ে প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়ার পর ব্যাট হাতে ২৬ রান করেন তিনি। 
 
খুলনায় চারদিনের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৪১৯ রানে অলআউট হয় বরিশাল। আরাফাত সানি ও আশরাফুল ৪টি করে উইকেট নেন। ২১ ওভারে ৬২ রান খরচ করেন অ্যাশ। জবাবে ২৪৫ রানে অলআউট হয় ঢাকা। ছয় নম্বরে ব্যাটিং-এ নেমে ৬৩ বলে ২৬ রান করেন আশরাফুল। ৮৮ মিনিটের ইনিংসে ৩টি বাউন্ডারি মারেন অ্যাশ। এছাড়া দলের পক্ষে শামসুর রহমান ৪৯, মার্শাল আইয়ুব ৪১ ও আসিফ আহমেদ ৩৩ রান করেন। 
 
তবে ফলো-অনে পড়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাট করছে ঢাকা। তৃতীয় দিন শেষে ১ উইকেট হারিয়ে ১৩৩ রান করেছে তারা। ৯ উইকেট হাতে নিয়ে এখনো ৪১ রানে পিছিয়ে আছে ঢাকা। সাদমান ইসলাম ৬৫ রানে অপরাজিত আছেন। বাসস।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates