ভারতে প্রবেশের জন্য সীমান্তের ওপারে তৈরি হয়ে বসে রয়েছে শতাধিক পাকিস্তানি জঙ্গি। সুযোগ পেলেই সীমান্ত টপকে ভারতে ঢুকে হামলা চালাবে জঙ্গিদের এই দলটি। ভারতের গোয়েন্দা সংস্থাগুলো এই তথ্য জানিয়েছে।
গোয়েন্দা সংস্থাগুলো আরও জানিয়েছে, ভারতে নিজেদের জঙ্গি ঢুকিয়ে সীমান্তে মোতায়েন করা ভারতীয় সেনাবাহিনীকে হঠাতে চাইছে পাকিস্তান।
এদিকে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জানিয়েছে, দেশটির পশ্চিম সীমান্তের অবস্থা সবচেয়ে বেশি উদ্বেগজনক। প্রায়শই সেখানে সন্দেহজনক কিছু বস্তু ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে।
ভারতীয় সীমান্তের কোথায় কোন বিএসএফ পোস্ট রয়েছে বা এসব পোস্টের নিরাপত্তা ব্যবস্থা কেমন, সে সব জানতেই পাকিস্তানি সেনাবাহিনী ওইসব ফন্দি আঁটছে বলে মনে করছেন বিএসএফ কর্মকর্তারা।
সুযোগ পেলেই ভারতের ওপর পাকিস্তান হামলা চালাবে বলেও আশঙ্কা করছেন তারা।
সীমান্তে গোলাগুলির মাধ্যমে বিএসএফ-কে ব্যস্ত রেখে সীমান্তের অন্য প্রান্ত দিয়ে জঙ্গি ঢুকানোর পরিকল্পনা করছে পাকিস্তান, এ কথাও বলা হচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে।
বিএসএফ-এর প্রধান কে কে শর্মা জানিয়েছেন, ভারত-পাক সীমান্তে প্রতিদিনই গোলাগুলি এবং মর্টার হামলার ঘটনা ঘটছে। ফলে সীমান্ত জুড়ে চূড়ান্ত সতর্ক জারি করা হয়েছে। পাশাপাশি সারা ভারত জুড়েও চলছে কড়া নিরাপত্তার ঘেরাটোপ।


No comments:
Post a Comment