আফগানিস্তানের উত্তরাঞ্চলের কুন্দুজ নগরীতে তালেবান জঙ্গিরা হামলা করেছে বলে জানিয়েছে দেশটির একজন পুলিশ কর্মকর্তা। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, সোমবার দিবাগত রাতে এই হামলা শুরু হয় এবং তা এখনো চলছে।
এছাড়া বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিনিধি জানান, নগরীর দক্ষিণ ও পূর্ব প্রান্তে ভোরে এ হামলা শুরু হয়েছে।
তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নগরীর ওপর দিয়ে আফগান সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার উড়ে যেতে দেখা গেছে। এ সময় শহরটির রাস্তাঘাটগুলো ফাঁকা ও দোকানপাট বন্ধ ছিল।
তালেবান জঙ্গিরা শহরটিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার মাত্র এক বছরের মাথায় সোমবার হামলার ঘটনা ঘটলো। ২০০১ সালে তালেবান জঙ্গিদের ক্ষমতা থেকে উৎখাতের পর এই একটি প্রাদেশিক রাজধানীই তাদের হাতে চলে যায়। তখন থেকে শহরটিতে সরকারের নিয়ন্ত্রণ শিথিল হয়ে পড়ে।
২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর কুন্দুজ নগরীটি দখলের পর দুইদিন নিয়ন্ত্রণে রাখে তালেবান জঙ্গিরা। তবে অবশেষে ১৫ অক্টোবর তারা নগরীর উপকণ্ঠগুলো থেকে তাদের যোদ্ধা প্রত্যাহারের ঘোষণা দেয়। আল-জাজিরা ও এএফপি
No comments:
Post a Comment