বিদ্রোহী সংগঠন ফার্কের সঙ্গে কলম্বিয়ার ঐতিহাসিক শান্তিচুক্তির বিপক্ষে অবস্থান নিয়েছে দেশটির জনগণ। সম্প্রতি এক ভোটে শতকরা ৫০.২৪ মানুষ এই সিদ্ধান্তের বিপক্ষে রায় দেন।
অর্ধশতাব্দীর বৈরীতার পর গত সপ্তাহে কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল স্যান্তোস ও ফার্ক নেতা তিমোলিওন জিমিনেজের মধ্যে এক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
তবে এ বিষয়ে কলম্বিয়ার সাধারণ নাগরিকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট সান্তোস বলেন, তিনি এই ফল মেনে নিয়েছেন কিন্তু শান্তির জন্য আলোচনা চালিয়ে যাবেন।
চলমান অস্ত্রবিরতি চলবে জানিয়ে প্রেসিডেন্ট বলেন, তিনি কিউবায় ফার্ক নেতার সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবেন। বিবিসি
No comments:
Post a Comment