লিবিয়ার সরকার অনুগত বাহিনী অবরুদ্ধ সির্তে থেকে পালানোর চেষ্টাকালে অন্তত ১০ আইএস জিহাদিকে হত্যা করেছে। রবিবার এ দাবি করে দেশটির ঐকমত্যের সরকার।
সরকারের এক বিবৃতিতে বলা হয়, ‘আমাদের বাহিনী দায়েশ গংয়ের একটি দলকে হত্যা করেছে। তারা পালানোর চেষ্টা করছিলো।’ সরকারের পক্ষ থেকে বলা হয়, সরকার অনুগত যোদ্ধারা অন্তত ১০ জিহাদির লাশ উদ্ধার করেছে এবং শহর থেকে পালানো আরেক দলকে পিছু ধাওয়া করছে।
গত ১২ মে এক অভিযান শুরুর পর থেকে লিবিয়ার ঐকমত্যের সরকার অনুগত বাহিনী ইসলামিক স্টেট গ্রুপকে সির্তেতে কোণঠাসা করে রেখেছে। সির্তে রাজধানী ত্রিপোলি থেকে সাড়ে ৪শ’ কিলোমিটার পূর্বে অবস্থিত। এটি লিবিয়ার ক্ষমতাচ্যুত একনায়ক মুয়াম্মার গাদ্দাফির জন্মস্থান। এএফপি
No comments:
Post a Comment