১. মিথ্যা বলার সময় প্রায়ই মানুষ তাদের হাত কচলায়।
২. অনেকেই মিথ্যা বলার সময় তাদের হাতের আঙ্গুল, ব্রেসলেট বা ঘড়ি নাড়াচাড়া করে। এছাড়া অনেকেরই আঙ্গুল বা কবজির নড়াচড়া দেখে বোঝা যায় যে, কোনো অস্বাভাবিক বিষয় চলছে।
৩. মিথ্যাবাদীদের প্রায়ই দেখা যায় ঘাড়ের পেছন থেকে অতিরিক্ত ঘাম মুছে ফেলার চেষ্টা করতে।
৪. কেউ যদি বসে বসে মিথ্যা বলে তাহলে তাদের প্রায়েই দেখা যায় হাতের তালু দিয়ে হাঁটুর ওপর ঘষতে।
৫. অনেক লম্বা চুলের অধিকারীকে মিথ্যা বলার সময় তাদের আঙ্গুল দিয়ে চুল পেঁচাতে দেখা যায়।
৬. মিথ্যাবাদীরা প্রায়ই মিথ্যা বলার সময় কাপড়ের ধুলো ঝেড়ে ফেলার ভঙ্গি করে।
৭. মিথ্যাবাদীরা প্রায়ই মিথ্যা বলার সময় পায়ের ওপর পা তুলে বসার পরে আবার পায়ের পাতা দিয়ে আরও আবর্তন করার চেষ্টা করে।
৮. কিছু মিথ্যাবাদী তাদের পা চেয়ারের নিচে পায়ের গোড়ালি ক্রস করে বসে।
৯. মিথ্যা বলার সময় যারা রক্ষণাত্মক ভঙ্গিতে থাকে তারা তাদের শার্টের কলারের বোতামটি লাগাতে বা সে অংশটি ঢেকে রাখতে চেষ্টা করে।
১০. বুকের কাছে বাহু ক্রস করা অনেক সময় মিথ্যা বলার লক্ষণ প্রকাশ করে।
১১. মিথ্যাবাদীর শ্বাস-প্রশ্বাস প্রায়ই জোরালো ও দ্রুত হয়ে ওঠে।
১২. মিথ্যাবাদীদের যদি সিগারেট কিংবা চুইম গাম ব্যবহারের অভ্যাস থাকে তাহলে মিথ্যা বলার পর তারা দ্রুত সে কাজটি করতে চায়।
১৩. মিথ্যা বলার সময় অনেক মানুষেরই অঙ্গভঙ্গি বেখাপ্পা ও অনমনীয় হয়ে ওঠে।
১৪. মিথ্যা বলার সময় অনেককেই উসখুস করতে দেখা যায়।
১৫. বসে থেকে মিথ্যা বলার সময় অনেকেই পা একটু বাইরের দিকে নড়াচড়া করে।
১৬. মিথ্যা বলার সময় অনেকেই একটি কাঁধ ঝাকায় (দুই কাঁধের বদলে)।
১৭. মুখে একটি কলম বা পেন্সিলের প্রান্ত নেওয়াও মিথ্যা বলার লক্ষণ।
No comments:
Post a Comment