Social Icons

Saturday, October 22, 2016

জনগণের মৌলিক চাহিদা পূরণের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের মৌলিক চাহিদা পূরণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
তিনি বলেন, ‘জনগণের কল্যাণে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নই আমাদের লক্ষ্য। ইনশাআল্লাহ জনগণের মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে আমরা সোনার বাংলা গড়ে তুলব।’
তিনি আরো বলেন, ‘আমরা চাই একজন লোকও যেন ক্ষুধার্ত ও গৃহহীন না থাকে এবং অমানবিক জীবনযাপন না করে। এটাই আমার ও আওয়ামী লীগের নীতি ও রাজনীতি।’
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আজ বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে দলের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু আমাদেরকে জনগণের কল্যাণ ও তাদের সেবা করার রাজনীতি শিখিয়েছেন এবং আমরা সেই রাজনীতি অনুসরণ করতে চাই।’
আওয়ামী লীগ সভানেত্রী দলের সম্মেলনে যোগদান করতে রাজধানীতে আগত দলীয় প্রতিনিধি ও কাউন্সিলরদেরকে তাদের নিজ নিজ এলাকায় বসবাসকারী লোকদের মধ্যে গৃহহীন ও অর্থ-কড়ি নেই, এমন লোকদের তালিকা প্রস্তুত করার নির্দেশ দেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ একটা বড় সংগঠন এবং আপনারা আপনাদের নিজ নিজ এলাকার তথ্য রাখবেন। আমরা এসব তথ্য চাই এবং সেই অনুযায়ী আমরা আমাদের উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাব।’
তিনি আরো বলেন, ‘আমরা আপনাদেরকে সেই দায়িত্ব দিচ্ছি এবং আশা করছি এ ব্যাপারে আপনাদের কাছ থেকে ব্যাপক সাড়া পাব।’
আওয়ামী লীগ সভানেত্রী আজ দলের সম্মেলনে অংশগ্রহণ ও সম্মেলনের সাফল্য কামনা করে বক্তব্য দেয়ার জন্য স্বাধীনতার স্বপক্ষ শক্তির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates