আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, জয়কে বাংলাদেশে উন্নয়নের নেতৃত্ব দিতে হবে। জয় ও জয়ের বন্ধুরা আওয়ামী লীগে নেতৃত্বে আসবে। আমাদের বয়স হয়ে গেছে, তরুণরাই আগামীতে দল ও দেশের নেতৃত্ব দেবে।
আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের প্রথম দিন দ্বিতীয় অধিবেশনে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
সকালে উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণ সম্পাদকের সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপনের পর বক্তব্য রাখেন বিদেশি অতিথিরা। এরপর সভাপতি শেখ হাসিনার বক্তব্যের পর মধ্যাহ্নভোজের বিরতি শুরু হয়।
বিরতি শেষে দ্বিতীয় অধিবেশনে বক্তব্য রাখেন কাউন্সিলররা। তারা বিভিন্ন দাবি উত্থাপনের পাশাপাশি জয়কে নেতৃত্বে আনতে দাবি জানান। এ সময় জয়ও উপস্থিত ছিলেন সেখানে।
এরপর বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ। বলেন, জয় তুমি দাঁড়াও। তোমাকে কাউন্সিলররা দেখতে চায়। আগামী দিনের বাংলাদেশে তোমাকেই নেতৃত্ব দিতে হবে। ধারাবাহিকতায় দেশ পরিচালনার দায়িত্ব তোমাকে নিতে হবে। আমরা এক সময় চলে যাব।
রবিবার সকাল সাড়ে নয়টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে হবে দ্বিতীয় অধিবেশন। এই অধিবেশনেই আগামী তিন বছরের জন্য নির্বাচিত হবে নতুন কমিটি। সারা দেশ থেকে আসা ছয় হাজার ৫৭০ জন কাউন্সিলর ভোটের মধ্যে পছন্দ করবেন তাদের প্রার্থী।
No comments:
Post a Comment