সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়ার প্রামাণ্য ভিডিও প্রকাশ্যে আনার জন্য কেন্দ্রীয় সরকারকে সবুজ সংকেত দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে পাকিস্তানের অস্বীকৃতি ও ভারতের বেশ কিছু রাজনীতিবিদের সন্দেহ প্রকাশের প্রেক্ষিতে প্রামাণ্য ভিডিও প্রকাশে সম্মতি দিয়েছে সংশ্লিষ্টরা।
এবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতর। গোটা অপারেশনের ভিডিও দেখানো হবে কিনা তাও নির্ভর করছে ভারতের কেন্দ্রীয় সরকারের উপরে।
সার্জিক্যাল স্ট্রাইক হওয়ার পরে প্রথমে পাকিস্তান সরকার ভারতের সমালোচনা করে। পরে তেমন কোনো ঘটনাই ঘটেনি বলে দাবি করে তারা। এমনকি, গোটাটাই ভারত সরকারের কল্পনা বলে বিবৃতি দেয় তারা।
শুধু পাকিস্তান নয়, ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলোও তাদের সেনাবাহিনীর করা সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে সন্দেহ প্রকাশ করে। কিছু রাজনৈতিক দল তো সমালোচনাই করে দেয়।
সেসব সন্দেহ-সমালোচনার জবাব দিতে সেনাবাহিনী ভারত সরকারের হাতে জঙ্গি দমন অপারেশনের ভিডিও তুলে দিয়েছে বলে জানা গেছে।


No comments:
Post a Comment