সিরিয়ায় প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানোর কথা জানিয়েছে রাশিয়া। মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার তারতাস বন্দরে রুশ নৌঘাঁটিতে এস-৩০০ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রব্যবস্থা পাঠানোর হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশিনকোভ বলেছেন, আকাশ থেকে ঐ নৌঘাঁটির নিরাপত্তা নিশ্চিত করতেই এই প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানো হয়েছে।
তিনি বলেন, এস-৩০০ পুরোপুরি প্রতিরক্ষাব্যবস্থা। এই ব্যবস্থা কারো জন্য হুমকি নয়। এটি মোতায়েনের কারণে পশ্চিমাদের মধ্যে কেন উদ্বেগ সৃষ্টি হলো, তা পরিষ্কার নয়।
সিরিয়া সঙ্কট নিয়ে পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার বৃদ্ধির মধ্যেই এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করল রাশিয়া।
সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে চলমান শান্তি আলোচনা গত সোমবার স্থগিত করার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এর আগে গত মাসে ওয়াশিংটন ও মস্কোর মধ্যস্থতায় সিরিয়ায় হওয়া একটি যুদ্ধবিরতি ভেস্তে যায়।


No comments:
Post a Comment