আর্জেন্টিনার সীমান্ত-কর্তৃপক্ষ দাবি করেছে, অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে প্রবেশের সময় প্যারাগুয়ের দুই নাগরিককে আটক করেছে তারা। তাদের কাছে উনিশ শতকের কাগজে মোড়া স্বর্ণের বার পাওয়া গেছে।
স্বর্ণের বারের মূল্যমান আন্তর্জাতিক বাজারে প্রায় ২০ লাখ মার্কিন ডলার; প্রায় সাড়ে ১৫ কোটি টাকার সমান। বারগুলোয়সেন্ট্রাল ব্যাংক অব প্যারাগুয়ে ১৮২৪লেখা কাগজ সাঁটা। আটকদের দাবি- তারা এগুলোর বৈধ দাবিদার।
আটক দুই ব্যক্তির একজন জিজ্ঞাসাবাদে জানান, এক আদিবাসী সম্প্রদায়ের কাছ থেকে তারা এ বারগুলো ৫০,০০০ ডলারে (প্রায় ৩৯ লাখ টাকা) কিনে নিয়েছেন। স্বর্ণের বার ছাড়াও কয়েক কিলোগ্রাম রূপা পাওয়া যায় তাদের সঙ্গে।
প্যারাগুয়ের আর্জেন্টিনা-সীমান্তবর্তী শহর এনকারনাসিওন থেকে আর্জেন্টিনার শহর পোসাদাসে প্রবেশ করার সময় তাদের আটক করা হয়। স্বর্ণের বারগুলোর গাড়ির সিটের ভেতর প্রোথিত ছিল, যা সীমান্তপুলিশের স্ক্যানারে ধরা পড়ে।
ধারণা করা হচ্ছে স্বর্ণের এ বারগুলো ১৮৬৪ থেকে ১৮৭০ অব্দি চলমান লাতিন যুদ্ধে কোনো ধনী পরিবারের সংগ্রহে ছিল, যা পরে লুকিয়ে ফেলা হয়। সে সময়ে প্যারাগুয়ের বিরুদ্ধে আর্জেন্টিনা-ব্রাজিল-উরুগুয়ে জোট লড়েছিল।
ঐ যুদ্ধে প্যারাগুয়ে পরাজিত হয়েছিল, বিপুল সংখ্যক সেনাক্ষয় হয়েছিল তাদের। এছাড়াও বিপুল ভূমি হাতছাড়া হয়েছিল।
আটক দুই ব্যক্তি সম্পর্কে প্যারাগুয়েকে অবগত করেছে আর্জেন্টিনা। দেশটি থেকে এখনও কোনো সাড়া পাওয়া যায়নি।
No comments:
Post a Comment