পুরুষের অভিভাবকত্ব প্রথার অবসান চেয়ে সৌদি আরবের ১৪ হাজারের বেশি নারীর স্বাক্ষরিত একটি আবেদন সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। কঠোর ধর্মীয় অনুশাসন মতে সৌদি আরবের প্রথা অনুযায়ী মেয়েদের কাজ বা লেখাপড়া করতে হলে, অথবা বিদেশে যেতে হলেও একজন পুরুষ অভিভাবকের অনুমতি দরকার হয়। অনেক সময় ফ্ল্যাট ভাড়া নিতে, হাসপাতালে চিকিৎসা নিতে বা আইনী উদ্যোগ নিতে গেলেও পুরুষ অভিভাবকের অনুমতি লাগে।
এই প্রথা বাতিলের দাবিতে ব্যাপক আকারে সমর্থন পেতে টুইটারে হ্যাশট্যাগ ব্যবহার
অনেক নারী ‘আমিই আমার অভিভাবক’ লেখা ব্রেসলেটের ছবি শেয়ার করছেন। কয়েক শ’ নারী সৌদি বাদশাহর কার্যালয়ে টেলিগ্রাম পাঠিয়েছেন।
সৌদি আরব
‘আমিই আমার অভিভাবক’ লেখা ব্রেসলেট, ছবি: বিবিসি।
আবেদনটি সৌদি রাজপ্রাসাদে নিয়ে গিয়েছিলেন নারীরা কিন্তু সেখানে তাদের ‘দাবিটি ইমেল করে পাঠিয়ে দিতে’ বলা হয়।
এ উদ্যোগে যুক্ত আজিজা আল-ইউসেফ বলেন, তিনি এই প্রচারণার জন্য ‘খুবই গর্বিত’। তবে এখন সরকারের সাড়ার অপেক্ষায় আছেন।
তবে এ ব্যাপারে সৌদি সরকারের কোন প্রতিক্রিয়া এখনও জানা যায় নি। সূত্র: বিবিসি


No comments:
Post a Comment