Monday, October 3, 2016
ব্রাজিল সরকারের বিরুদ্ধেই নেইমারের মামলা!
কিছু তথ্য আছে যা তদন্ত রিপোর্ট থেকে বাইরে আসার কথা না। কিন্তু নেইমারের ক্ষেত্রে তাই ঘটেছে। ব্রাজিল সরকারের গোপন নথী থেকে নেইমারের ব্যাপারে তদন্তর তথ্য প্রকাশ হয় মিডিয়ায়। সেই কারণেই ব্রাজিলের আদালতে মামলা ঠুকে দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। আর সেই অভিযোগ তো সরকারের বিরুদ্ধেই যায়। গত মে মাসে আদালতে এই অভিযোগ দায়ের করেছেন নেইমার। রাজধানী ব্রাসিলিয়ার আদালতের বিচারক সান্তোস দা রোচা এই অভিযোগ পেয়েছেন। তিনি জানিয়েছেন, ব্রাজিল সরকারকে তিনি বলেছেন নেইমারের সংরক্ষিত তথ্যে কোন কর্মকর্তারা হাত লাগিয়েছেন তা খুঁজে দেখতে। বছর খানেক আগে ব্রাজিলের আদালত রাজস্ব ফাঁকির অভিযোগে নেইমারের প্রায় ৫০ মিলিয়ন ডলারের সম্পদ জব্দ করে। ২০১২ থেকে ২০১৩ পর্যন্ত ১৬ মিলিয়ন ডলার পরিশোধ না করার অভিযোগ তার বিরুদ্ধে। নেইমার সব অস্বীকার করেছেন। কিন্তু ওই সময় একটি আন্তর্জাতিক বার্তা সংস্থা ও ব্রাজিলের মিডিয়ায় নেইমারের বিরুদ্ধে তদন্তের বিস্তারিত উঠে আসে। যা আসলে সরকারের কাছে সংরক্ষিত থাকার কথা ছিল। বার্সেলোনা তারকা তার ইমেজ নষ্টের জন্য ক্ষতিপূরণ চান। আরো চান যাতে তার ব্যাপারে কোনো তথ্য আর ফাঁস না হয়, যারা তথ্য ফাঁস করেছে তাদের শাস্তি।
Labels:
খেলাধুলা,
ব্রাজিল,
লাতিন আমেরিকা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment