মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এক চতুর্থাংশেরও বেশি এলাকার ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে। গত বছরের জানুয়ারি মাসের তথ্যের সঙ্গে বর্তমান তথ্যের তুলনামূলক বিচারে আইএসের বিপর্যয়ের চিত্র উঠে এসেছে।
নিরাপত্তা ও প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান আইএইচএস'র তথ্য অনুযায়ী গত জানুয়ারি মাসে যে পরিমাণ এলাকা আইএস জঙ্গিদের নিয়ন্ত্রণে ছিল তার মধ্যে ২৮ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে তারা।
এ বছরের শুরুতে ৭৮ হাজার বর্গ কিলোমিটার এলাকায় আইসের আধিপত্য ছিল। ৯ মাস পর সাড়ে ৬৫ হাজার বর্গ কিলোমিটার এলাকার ওপর নিয়ন্ত্রণ রাখতে পেরেছে জঙ্গিরা যা প্রায় শ্রীলঙ্কার আয়তনের সমান।
তবে বছরের শুরুর দিকে যে হারে আইএস বিতাড়িত হচ্ছিল গত তিন মাসে সেই গতি অনেকটাই মন্থর হয়ে এসেছে। গত জুলাইয়ের পর মাত্র দুই হাজার ৮০০ বর্গ কিলোমিটার এলাকা থেকে জঙ্গি বিতাড়ন সম্ভব হয়েছে।
আইএইচএসের তথ্যে দেখা যাচ্ছে, রাশিয়া বিমান হামলা কমিয়ে দেয়ার সঙ্গে সঙ্গে আইএস বিতাড়নের গতিও কমে গেছে। বছরের শুরুতে রাশিয়ার ২৬ শতাংশ বিমান হামলা ছিল আইসের ওপর। বছরের মাঝামাঝি সময়ে এসে দেখা যায়, ১৭ শতাংশ ক্ষেত্রে আইএসকে লক্ষ্য বানানো হয়েছে। সূত্র: বিবিসি


No comments:
Post a Comment