Wednesday, October 12, 2016
সানি লিওন মা হচ্ছেন?
সম্প্রতি শোনা যাচ্ছে, সানি লিওন নাকি নিজ সন্তানের মা হচ্ছেন! ব্যাপারটা কতোটুকু সত্যি তার জবাব এখনো পুরোপুরি পাওয়া যায়নি। তবে কিছুদিন ধরেই একটা গুঞ্জন রটেছে যে, ২০০৯ সালে ড্যানিয়েল ওয়েবার'র সাথে সম্পর্কে জড়িয়েছেন সানি লিওন। যদিও তাদের সংসারে কোন সন্তান নেই। তবে জানা যায়, সানির দাম্পত্য জীবন নাকি ভালই যাচ্ছে। তাছাড়া কিছু দিন আগে তিনি জানিয়েছেন, সানি'র শাশুড়ি নাকি তাকে চাপ দিচ্ছে সন্তানের মা হওয়ার জন্য। যা নিয়ে বলিউডেও কানাঘুষো হচ্ছে। তবে, সানি লিওন সন্তানের মা হচ্ছেন? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, 'কেন নয়! আগামী ছবিতে আমি মায়ের ভূমিকায় অভিনয় করছি। তাছাড়া আমি বাচ্চা ভালবাসি। তবে পেশাগত কারণে আজও নিজ সন্তানের মা না হতে পারলেও, ভবিষ্যতে মা হতে চাই।
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment