ক্রমবর্ধমান অর্থনীতির দেশ চীন এখন বিলিয়নিয়ারের সংখ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়েছে। সাংহাইভিত্তিক প্রকাশনা হুরুনের প্রতিবেদন অনুযায়ী প্রাচ্যের এই দেশটিতে শত কোটি ডলারের মালিক ৫৯৪ যেখানে যুক্তরাষ্ট্রের বিলিয়নিয়ারের সংখ্যা ৫৩৫।
চীনের সবচেয়ে ধনী ব্যক্তি রিয়াল এস্টেট ব্যবসায়ী ওয়াং জিয়ানিন (৩২.১ বিলিয়ন ডলার), দ্বিতীয় স্থানে আছেন টেক প্রতিষ্ঠান আলি বাবার মালিক জ্যাক মা (৩০.৬ বিলিয়ন ডলার)। তার সম্পদের পরিমাণ গত বছরের তুলনায় ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। হুরুনের তালিকা বেশ নির্ভরযোগ্য বলে বিবেচিত যেটি ১৮ বছর ধরে চীনের ধনকুবেরদের অর্থের প্রায় নিখুঁত হিসাব প্রকাশ করে আসছে। তাদের তালিকায় এই প্রথমবারের মতো চীন বিলিয়নিয়ারের সংখ্যায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল।
তবে বিশ্বের সেরা ২০ ধনীর তালিকায় চীনের কেউ নেই। চীনের বেশিরভাগ বিলিয়নিয়াররা রাজধানী বেইজিংয়ে থাকেন। এরপরে আছে শেনজেন, শাংহাই ও হাংঝু শহর। ফোর্বসের করা বৈশ্বিক তালিকানুযায়ী ৭৫ বিলিয়ন ডলার নিয়ে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। এর পরেই আছেন আমানসিও ওরতেগা জারা ও কিংবদন্তি বিনিয়োগকারী ওয়ারেন বাফেট। বিবিসি।


No comments:
Post a Comment