মহিলাদের আয়ু নিয়ে প্রবাদ চালু আছে – মহিলারা নাকি কই মাছের প্রাণ। তার উপর আবার কবিগুরু তাঁর একটি ছোটো গল্পে লিখে গেছেন, “মৃণাল মেয়ে কি না, তাই ও বাঁচল, বেটাছেলে হলে কি আর রক্ষা পেত।”
সুতরাং, আমরা অনেকেই জানি মহিলাদের প্রাণ সহজে কেড়ে নেওয়া যায় না। অন্তত মানবজগতে এটাই নিয়ম। মহিলারা তুলনায় বেশিদিন বাঁচেন। তবে মনুষ্যনারীর বেশি বেঁচে থাকার কারণ কী, খতিয়ে দেখেছেন কখনও?
এর উত্তরে অনেকে যুক্তি খাড়া করবেন, বলবেন, মহিলাদের হৃদয় দুর্বল নয়। একদল বলবেন, দুঃখ-কষ্টি সহ্য করে মেয়েমানুষ পাথর হয়ে যায় বলেই তার মৃত্যু দেরিতে আসে। তর্ক-বিতর্ক অনেক আছে। তবে সত্য এটাই, মেয়েদের সহজে মরণ নেই।
তবে, সম্প্রতি ইউনিভার্সিটি অফ অ্যালাবামার গবেষক স্টিভেন অস্টাড ও ক্যাথলিন ফিশার জানিয়েছেন, সমস্ত প্রাণীজগতে নাকি একমাত্র মানুষ ও রাউন্ড ওয়ার্মের ক্ষেত্রেই মহিলাদের আয়ু বেশি। অন্যান্য প্রাণী প্রজাতির ক্ষেত্রে পুরুষরাই বেশিদিন বাঁচে। মনুষ্যজগতে এর অন্যত্র হওয়ার কারণ হিসেবে স্টিভেন ও ক্যাথলিন জানাচ্ছেন, মানুষের লিঙ্গ। পুরুষের মধ্যে মাত্র একটি X ক্রোমোজ়োম থাকে। অন্যদিকে মহিলাদের থাকে দুটি X ক্রোমোজ়োম। যার ফলে, রোগ প্রতিরোধ ও অক্সিডেটিভ স্ট্রেস প্রতিরোধ, মাইটোকন্ড্রিয়াল ফিটনেস থাকে বেশি।
মহিলাদের আয়ু যে বেশি, তা কেবল ইউরোপীয় দেশই প্রমাণিত হয়নি। ইতিবাচক ফলাফল পাওয়া গেছে বাংলাদেশ, চীন, গুয়াতেমালা, ভারত, ইন্ডোনেশিয়া, জামাইকা, মালয়েশিয়া, মেক্সিকো, ফিলিপিন্স, থাইল্যান্ড ও টুনিশিয়ার মহিলাদের পরীক্ষা করেও।
No comments:
Post a Comment