মায়ানমার থেকে বিপুল সংখ্যক রোহিঙ্গা সীমান্ত দিয়ে প্রবেশ করছে, উল্লেখ করে এই সঙ্কট মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান জাতিয়েছে জাতিসংঘ। জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) প্রধান মুখপাত্র আদ্রিয়ান এডওয়ার্ড এ আহ্বান জানান। ইউএনএইচসিআর এর বাংলাদেশ কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা একথা উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, বৃহস্পতিবার থেকে গত রবিবার পর্যন্ত চারদিনে বাংলাদেশে প্রায় ৫ হাজার ২শ রোহিঙ্গা প্রবেশ করেছে। বিপুল সংখ্যক রোহিঙ্গা উদ্বাস্তু বাংলাদেশ সীমান্তে অবস্থান করছে। এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগের বিষয়টিও উল্লেখ করেন আদ্রিয়ান।
মায়ানমারের রাখাইন রাজ্য নিয়ে ইউএনএইচসিআর পক্ষ থেকে মঙ্গলবার বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করে সীমান্তে অবস্থান করা রোহিঙ্গাদের সহায়তার প্রস্তাব দেওয়া হয়। এতে বলা হয়, বাংলাদেশ সরকার, স্থানীয় কমিউনিটি, ইউনএনএইচসিআর ও বিভিন্ন এনজিওর সাহায্য সেখানে পৌঁছার অপেক্ষায় রয়েছে।
একইসঙ্গে বাংলাদেশে প্রবেশ করা আশ্রয়হীন রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। যা এসব ব্যক্তিদের কঠিন ঝুঁকিতে ফেলে দিচ্ছে। সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ কয়েক দশক ধরে মায়ানমার থেকে আগত রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে। ইউএনএইচসিআর বিশ্বাস করে এ ধারা বাংলাদেশ অব্যাহত রাখবে। এজন্য বাংলাদেশের সহযোগিতায় আন্তর্জাতিক সম্প্রদায়ের এগিয়ে আসা উচিত।
No comments:
Post a Comment