ঢাকা থেকে আমাদের সংবাদাতা মোকাররম মামুন ---------
জীবন বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের আশ্রয় ও সার্বিক নিরাপত্তা দিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেনবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর দেশটির নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণের ঘটনার নিন্দা জানিয়ে উদ্বেগ প্রকাশ করে খালেদা জিয়া বলেন, দীর্ঘদিন ধরেমিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গারা সমাধানহীন একটি অরাজক পরিস্থিতির মধ্যে নিপতিত থাকলে আঞ্চলিক স্থিতিশীলতা ক্রমাগতভাবে অবনতি হতেথাকবে। এতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে ঐতিহ্যগত স্থিতিশীলতায় বিরূপ প্রভাব পড়বে। সু-সম্পর্কের আবহমানধারা যাতে কোনোভাবেই বিনষ্ট না হয়, সে বিষয়ে মিয়ানমার সরকারকে সতর্ক ও দায়িত্বশীল হয়ে রোহিঙ্গা সংকটের জরুরি অবসান ঘটাতে হবে।
খালেদা জিয়া বিবৃতিতে উল্লেখ করেন, রোহিঙ্গা সমস্যা নিয়ে অমনোযোগী বাংলাদেশ সরকারের দুর্বল আর কূটনৈতিক তৎপরতার কারণেই পরিস্থিতিশোচনীয় রূপ ধারণ করেছে। তাই আমি বাংলাদেশে আসা রোহিঙ্গাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে নিজ দেশে ফেরত পাঠাতে উদ্যোগ গ্রহণ করারআহ্বান জানাচ্ছি।
No comments:
Post a Comment