এক চিত্র প্রদর্শনীতে এরকমই এক দৃশ্য দেখা গেল। যেখানে লক্ষ লক্ষ শরনার্থীদের ভিড়ে বেঁচে থাকার অসম, কষ্টদায়ক লড়াইয়ে সামিল ট্রাম্প-ওবামা-পুতিন।
সিরিয়ার এক শরণার্থী শিল্পী আবদুল্লা আব ওমারির তুলিতে এভাবেই ধরা দিলেন বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনায়কেরা।
বিশ্বের এই প্রথম সারির রাষ্ট্রনায়কদের শরণার্থীদের অসহায়তা ও যন্ত্রণা অনুভব করাতে তাদের সামনে মেলে ধরলেন এক অদ্ভুত আয়না। যেখানে আয়লান, হুমায়ুন, নাসির, ওমারিদের সঙ্গে ভিটেমাটির শেষ সম্বল টুকু হারিয়ে সর্বসান্ত ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা, ভ্লামিদির পুতিন, কিম জং উনের মতো শক্তিশালী রাষ্ট্রনেতারা।
এদের একটি নির্দেশেই লেখা হয়ে যায় কয়েক লক্ষ হাজার শরণার্থীর ভাগ্য। সম্পূর্ণ রাজনৈতিক কারণে নিজেদের বসতবাড়ি, পূর্বপুরুষের ভিটেমাটি মায় পরিচয়টুকু হারিয়ে যারা পরিণত হয়েছে শরণার্থীতে, তাদের প্রতি মায়া মমতার দৃষ্টিটুকুও দেন না এই রাষ্ট্রনেতারা।
অসহায় শরণার্থীদের যন্ত্রণাই নিজের তুলির আঁচড়ে প্রতিফলিত করতে চেয়েছেন সিরিয়ার এই শরণার্থী শিল্পী। যেখানে তুলির একটা আঁচড়েই ক্ষমতা, নাম, যশ, অবলম্বন হারিয়ে একে একে ট্রাম্প, পুতিনরা হয়ে উঠেছেন শরণার্থী।
নিজের এই সৃষ্টি সম্পর্কে ওমারি বলেছেন, আমার লক্ষ্য ছিল ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকে ব্যক্তির শরণার্থীদের প্রতি যে রাগ ও ঘৃণা থাকে, তার থেকে দৃষ্টি সরিয়ে বাস্তবের কঠোরতা অনুভব করানো। দীর্ঘ ১৯ মাসের প্রচেষ্টায় রাষ্ট্রনায়কদের এই রূপবদল ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন ওমারি।
No comments:
Post a Comment