Social Icons

Thursday, August 24, 2017

বক্তব্য 'মিস কোট' না করার আহ্বান প্রধান বিচারপতির


প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আদালতে দেওয়া তার বক্তব্য মিস কোট (ভুলভাবে উপস্থাপন) না করার জন্য গণমাধ্যম ও আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি রাজনীতির ঊর্ধ্বে উঠে পেশার মর্যাদা রক্ষার জন্য বিচারক ও আইনজীবীদের প্রতি আহ্বান জানান।

এ ছাড়া বঙ্গবন্ধু হত্যা মামলার যড়যন্ত্রকারীদের বিষয়ে অবসরের পর বই লেখার ব্যাপারে চিন্তা-ভাবনা করছেন বলেও জানান প্রধান বিচারপতি।


বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আইনজীবী শান্তিপদ ঘোষ রচিত 'জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন' গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান বিচারপতি এসব কথা বলেন।

ইলেকট্টনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, 'আপনাদের কাছে আমার একটা আবেদন, আমি প্রকৃতপক্ষে কোনো ইয়ো (সমালোচনা) করি না। আপনারা আমাকে অনেক ইয়ো (সমালোচনা) করছেন। কিন্তু একটাও মিস কোট (ভুল উপস্থাপন) করবেন না। এতে আমাকে নিয়ে অনেক বিভ্রান্তির সৃষ্টি হয়। আমি কোর্টে যা বলি, কিছু মিসকোটেট ইয়ে (ভুলভাবে উপস্থাপন) করা হয়। এ নিয়ে আমাকে একটু বিব্রতকর অবস্থায়ও পড়তে হচ্ছে। এটা যাতে আমাকে আর না পড়তে হয়। কারণ আমার পক্ষে প্রেস কনফারেন্স করে কোনো কিছু বলা সম্ভব না।'

তিনি আরও বলেন, 'একজন বিচারক হিসেবে মামলার শুনানির সময় কোনো আইনজীবীকে প্রশ্ন করতে পারি—এটা আমার স্বাধীনতা। প্রশ্ন করলাম কী কারণে, কোন উদ্দেশ্যে—না বুঝে করাতে এতে অনেক সময় ভুল-ভ্রান্তি হতে পারে। এটা একটু খেয়াল করবেন আপনারা। আপনাদের কাছে একটু ইয়ো (পরার্মশ) থাকল।'

প্রধান বিচারপতি আরও বলেন, 'বিচারক যদি হন তাহলে আপনারা নিরপেক্ষভাবে করুন। মানুষের যে অধিকার এটা যাতে রক্ষা করতে পারেন, এটা যাতে ইয়ে (ক্ষুণ্ন) না হয়। সেইভাবে আইনজীবীদেরও বলছি, আপনাদের এই পেশায় অনেক কিছু দেওয়ার আছে। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আপনারা এক প্লাটফর্মে আসেন। কারণ আপনাদের প্রফেশনাল জীবন একটু কম দেখা যাচ্ছে।'

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, জ্যেষ্ঠ আইনজীবী আসাদ হোসেন চৌধুরী, তবারক হোসেন, আবু ইয়াহিয়া দুলাল, সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদুল্লাহ শহীদুল্লাহ, মৌলভীবাজার আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং বইটির প্রকাশক শান্তিপদ ঘোষ।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates