Social Icons

Wednesday, August 30, 2017

ক্রেতাদেরও ভিড় বেড়েছে পশুর হাটগুলোতে

 ঢাকা থেকে মোঃ নুর হুসাইন ----- 
ঈদুল আযহার বাকি আর মাত্র দুই দিন। ক্রেতাদেরও ভিড় বেড়েছে পশুর হাটগুলোতে। তবে রাজধানীর গাবতলী হাটে এবার দেশি গরুই বেশি। আর দামও বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। তবে ব্যাপারি, হাট ইজারাদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন এখন পর্যন্ত গরুর দাম সহনীয় পর্যায়ে রয়েছে।
কোরবানীর ঈদের আগে এটিই নিয়মিত দৃশ্য। হাট থেকে কেনার পর, সবচেয়ে বড় চ্যালেঞ্জ গাবতলী থেকে বাড়ি নিয়ে যাওয়া।গাবতলীর পশুর হাট গতকাল পর্যন্ত জমে না উঠলেও ব্যাপারিরা জানিয়েছেন আজ পুরোপুরি জমে উঠেছে এই হাট। সকাল থেকে বেচা-বিক্রিও বেড়েছে।
গাবতলী হাটে এবার বড় সাইজের গরু আকারভেদে ৫০ হাজার থেকে শুরু করে ১০-১৫ লাখ টাকা পর্যন্ত দাম হাঁকছেন ব্যাপারীরা। বিভিন্ন জাতের গরুর মধ্যে এবার কুষ্টিয়া থেকে আনা গরুর চাহিদাই বেশি। তবে বন্যা হওয়ার কারণে এবার উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে গরু এসেছে কম।
এখন পর্যন্ত পশু সরবরাহ ভাল । তবে ব্যাপারীরা দাম হাঁকাচ্ছেন বেশ। তাই দরদাম করে গরু কিনে কেউ খুশি আবার কেউ একটু অখুশি।
গাবতলী পশুর হাটে এবার ভারত থেকে তেমন একটা গরু আমদানি হয়নি। তবে ঈদের দুই দিন আগে যদি আমদানী করা গরু বাজারে আসে তাহলে লোকসানের আশঙ্কা করছেন স্থানীয় ব্যাপারীরা।


No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates