ভেনেজুয়ালার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘স্বৈরশাসক’ আখ্যা দিয়ে তার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি জানাচ্ছে, এর ফলে যুক্তরাষ্ট্রে মাদুরোর থাকা যে কোনো ধরণের সম্পদ-সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এছাড়াও কোনো মার্কিন ব্যক্তি বা প্রতিষ্ঠান মাদুরোর সঙ্গে ব্যবসা করতে পারবে না।
এর আগে, রবিবার দেশটিতে তীব্র গণবিক্ষোভের মধ্যেও মাদুরোর ইচ্ছায় গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেসময় পুলিশের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১০ ব্যাক্তি প্রাণ হারায়। এই বিতর্কিত নির্বাচনে সহিংসতার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার ইইউ জানিয়েছে, নির্বাচনে রাষ্ট্র কর্তৃক সেনা সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগের কারণে তারা নির্বাচনকে স্বীকৃতি নাও দিতে পারে।
তবে মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় মাদুরো বলেন, রবিবারের নির্বাচন ছিল ‘বিপ্লবের জন্য ভোট’। ওই সাম্রাজ্যের (যুক্তরাষ্ট্র) চাপানো অবরোধে তিনি ভয় পান না বলেও উল্লেখ করেন। মাদুরো বলেন, ‘সাম্রাজ্যবাদী ট্রাম্প আমার বিরুদ্ধে তার পদক্ষেপে বুঝিয়ে দিয়েছেন উনি আমাকে কতটা ঘৃণা করেন। কিন্তু আমি বিদেশি সরকারের নির্দেশ কখনো মানিনি এবং ভবিষ্যতেও মানবো না। আমি স্বাধীন দেশের প্রেসিডেন্ট।’
গত কয়েক মাস ধরেই ভেনেজুয়েলায় প্রায় প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে। এ পর্যন্ত বিক্ষোভে নিহত হয়েছেন শতাধিক ও আহত হয়েছেন প্রায় দেড় হাজার। এছাড়া দেশটির বিরোধী দলীয় জোট এই নির্বাচন বয়কট করেছিল। তাদের দাবি, মোট ভোটারের ৮৮ শতাংশই ভোট দেয়নি। তাই তারা রোববারের নির্বাচনের ফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে। বিবিসি।
No comments:
Post a Comment