ব্রাজিলীয় ফুটবল সুপার স্টার নেইমারকে রেকর্ড পরিমাণ অর্থে প্যারিস সেন্ট জার্মেইর কাছে বিক্রি করে দেয়ায় ২০১৭/১৮ মৌসুমে ৮৯৭ মিলিয়ন ইউরো মুনাফা অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে লা লীগার জায়ান্ট ক্লাব বার্সেলোনা। ক্লাবটির পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়েছে।
বার্সার মুখপাত্র জোসেপ ভিবস বলেন, রেকর্ড পরিমাণ ৮৯৭ মিলিয়ন ইউরো (১.০৭ বিলিয়ন মার্কিন ডলার) মুনাফা অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ২০১৭/১৮ মৌসুমের বাজেট অনুমোদন করেছে বার্সেলোনার পরিচালনা পরিষদ। এটি বেড়ে ২০০ মিলিয়ন ইউরোতে উন্নীত হতে পারে বলে আশা করা হচ্ছে।
আগের মৌসুমে ক্লাবটি মুনাফা করেছিল ৭০৮ মিলিয়ন ইউরো। এবার তারা শুধুমাত্র নেইমারকে বিক্রি করেছে ২২২ মিলিয়ন ইউরোতে। এর ফলে ২০২১ সালের মধ্যে এক বিলিয়ন ইউরো মুনাফা অর্জনের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সেদিকেই এগুচ্ছে ক্লাবটি।
No comments:
Post a Comment