মার্কিন বিমান বাহিনীর হামলায় আফগানিস্তানে ইসলামিক স্টেটের রেডিও স্টেশন ধ্বংস হয়েছে। মার্কিন ও আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে এই হামলায় নিহত হয়েছে ২১ আইএস সদস্য।
বিমান বাহিনীর চালক বিহীন বিমান নানগারহার প্রদেশের আচিন জেলায় অবস্থিত ‘ভয়েস অফ খেলাফত’ নামের আইএস এর রেডিও স্টেশনে হামলা করে ধ্বংস করে দেয়া হয়েছে। আফগানিস্তানের স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা থেকে ৮ টার মধ্যে করা হয়েছে বলে জানিয়েছে এক আফগান মুখপাত্র। চারটি ড্রোনের মাধ্যমে এই রেডিও স্টেশনে হামলা করা হয়। এতে ২১ জন আইএস সদস্য নিহত হয়েছেন যাদের মধ্যে ৫ জন রেডিও অপারেটর।
আইএস গত বছর আফগানিস্তানে কার্যক্রম শুরু করে এবং রেডিও স্টেশনের প্রচারণার মাধ্যমে নতুন সদস্য নিয়োগ করে আসছিল। তাদের সঙ্গে ইতিমধ্যে আফগান সেনাবাহিনী এমনকি তালেবান জঙ্গিদের সঙ্গেও সংঘর্ষ হয়েছে। আইএস জঙ্গিরাও অসংখ্য স্থানীয় মানুষকে হত্যা করেছে। বিবিসি।
No comments:
Post a Comment