ইরাকে মার্কিন বিমান হামলায় আ্ইএস এর রেডিও স্টেশন ধ্বংস হয়েছে বলে দাবি করছেন সেনা কর্মকর্তারা। মঙ্গলবার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানায়, ‘খলিফার বার্তা (Voice of the Caliphate) নামের ওই স্টেশনটি ধ্বংস করা হয়েছে। নিহত হয়েছে ২১ আইএস সমর্থক।
এর আগে মার্কিন সেনাবাহিনী কর্নেল মাইক লহর্ন দুটি বিমান হামলার কথা স্বীকার করেন। আফগান কর্মকর্তারা জানায়, রেডিও স্টেশনটি আইএস এর গুরুত্বপূর্ণ ঘাটি ছিলো। এর মাধ্যমেই আইএস জঙ্গিদের অনেক বার্তা পৌছানো হত।
প্রদেশের গভর্নরের এক মুখপাত্র দাবি করেন, হামলার সময় ২১ আইএস সমর্থক নিহত হয়েছে। এরমধ্যে পাঁচজন রেডিও স্টেশনেই কাজ করতেন।
২০১৫ সালেই এই স্টেশনটি গড়ে তোলা হয়। আফগানিস্তানে রেডিওই সবচেয়ে বড় মাধ্যম। বেশিরভাগ মানুষেরই টেলিভিশন নেই। আর মাত্র ১০ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। এপি
No comments:
Post a Comment