তিনি মাঠে নামলেই ফুল ফোটাতেন। তাঁর বাঁ পা ছিল ছুরির মতো। বিপক্ষের ডিফেন্স নির্মমভাবে ভাঙতেন তিনি। ১৯৮৬-র মেক্সিকো বিশ্বকাপের মহানায়ক দিয়েগো ম্যারাডোনাকে নিয়ে এখনও পর্যন্ত কোনও ছবি তৈরি হয়নি।
অবাক করার মতো বিষয় হলেও ঘটনাটা একেবারে সত্যি। আর্জেন্টাইন মহানায়ককে নিয়ে সত্যি সত্যিই এখনও পর্যন্ত কোনও ফিল্ম হয়নি। এ নিয়ে মারাদোনা-ভক্তদের মনে দুঃখের অন্ত ছিল না। এবার তা ঘুচতে চলেছে।
ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ পরিচালক আসিফ কাপাডিয়া ম্যারাডোনাকে নিয়ে ছবি তৈরি করছেন। ছবিটির নামও ‘ম্যারাডোনা’। অর্থাৎ ‘ম্যারাডোনা’ সিনেমায় থাকছে ইন্ডিয়া-কানেকশন।
আসিফ এর আগে ডকুমেন্টারি ‘অ্যামি’ করেছেন। অস্কারের জন্য মনোনীতও হয়েছেন আসিফ। মেক্সিকো বিশ্বকাপের মহানায়কের বড় ভক্ত আসিফ।
তিনি বলেছেন, আমি দীর্ঘদিন ধরেই ম্যারাডোনার ভক্ত। ম্যারাডোনার চরিত্র, সততা, রসবোধ আমাকে আকৃষ্ট করে। ও যেখানেই গিয়েছে, সেই জায়গার মানুষকেই মোহিত করে দিয়েছে।
ব্রাজিলীয় কার রেসিং তারকা আয়ারটন সেনাকে নিয়ে আসিফ কাপাডিয়া আগে ছবি করেছিলেন। এবার ম্যারাডোনাকে নিয়েও করছেন ছবি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment