Social Icons

Monday, February 22, 2016

এটিএমে জালিয়াতি: বিদেশিসহ গ্রেফতার ৪

অটোমেটেড টেলার মেশিন (এটিএম) বুথে জালিয়াতির ঘটনায় সিটি ব্যাংকের তিন কর্মকর্তাসহ এক বিদেশিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুথের সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে ওই বিদেশিকে শনাক্ত করা হয়।

গ্রেফতার বিদেশির নাম পিটার। তিনি পোলান্ডের নাগরিক বলে জানিয়েছে পুলিশ। 

সিটি ব্যাংকের গ্রেফতার তিন কর্মকর্তা হলেন, মোকসেদ আলম ওরফে মাকসুদ, রেজাউল করিম ওরফে রাহীদ ও রেফাজ আহমেদ ওরফে রনি। তারা ব্যাংকটির আইটি বিভাগের কর্মকর্তা

সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও নবগঠিত কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, 'গতরাতে পিটারকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে সিটি ব্যাংকের তিন কর্মকর্তার নাম বেরিয়ে আসে। পরে তাদেরও গ্রেফতার করা হয়।'

তিনি আরো বলেন, 'পিটার এক বছর আগে বাংলাদেশে আসেন। তিনি এ জালিয়াতি চক্রের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। এর আগেও বিভিন্ন দেশে এ ধরনের ঘটনার সঙ্গে তিনি জড়িত ছিলেন। জালিয়াতির বিষয়টি ফাঁস হওয়ার আগেই আরও দুই বিদেশি পালিয়ে গেছেন বলে পিটার তাদের জানিয়েছেন।'

পুলিশের এ কর্মকর্তা জানান, গ্রেফতার চারজনকে ১০ দিনের রিমান্ড নেওয়ার জন্য আদালতে আবেদন করা হবে।

এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, 'পঞ্চগড়ে পুরোহিত হত্যায় আইএসের দায় স্বীকার বিষয়টি ভিত্তিহীন। আমরা তদন্ত করে এর ভ্ন্নিতা পাই।'

এর আগে পুলিশ জানায়, বেসরকারি তিনটি ব্যাংকে জালিয়াতির মাধ্যমে এটিএম বুথ থেকে টাকা তুলে নেওয়ার ঘটনায় জড়িতরা পূর্ব ইউরোপের নাগরিক। সিসিটিভি ফুটেজ দেখে এমন চার-পাঁচজনকে শনাক্ত করা হয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে তাদের ওপর নজরদারি।

বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও নবগঠিত কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এ তথ্য জানিয়েছিলেন।

ওইদিন রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, 'শনাক্ত করা চার-পাঁচজনের মধ্যে যে কোনো একজন অর্থ আত্মসাতে জড়িত বলে নিশ্চিত হওয়া গেছে। সন্দেহভাজনরা বিদেশি হওয়ায় একেবারে নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে গ্রেফতার করা হবে না। ছবিতে তাদের মুখ দেখা যায়নি। তবে তাদের গায়ের রং সাদা। তাদের কেউই এখনও দেশ ত্যাগ করেননি।'

মনিরুল আরো বলেন, 'জালিয়াতির এই ঘটনায় এদেশের কেউ জড়িত থাকতে পারেন। এমনকি ব্যাংক কর্মকর্তাদের কেউ জড়িত থাকাও অসম্ভব নয়। কারণ এর আগেও একটি ঘটনায় এক ব্যাংক কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ মিলেছিল। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় নেওয়া গেলে জিজ্ঞাসাবাদে প্রয়োজনীয় সব তথ্য বেরিয়ে আসবে।'

ইস্টার্ন, সিটি ও ইউসিবির এটিএমে সম্প্রতি কার্ড জালিয়াতির ঘটনা ঘটে। গত ৬ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে রাজধানীর গুলশান, বনানী ও মিরপুরের কালশি এলাকায় তিনটি বেসরকারি ব্যাংকের চার বুথে স্কিমিং ডিভাইস বসিয়ে কার্ড জালিয়াতি ও পরে গ্রাহকের অজান্তে টাকা তুলে নেয় চক্রটি। ১২ ফেব্রুয়ারি জানাজানি হলে ওই ঘটনায় বনানী ও পল্লবী থানায় মামলা হয়।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates